সখি, আমার এ দুর্দশা, দারুণ প্রেমে হইল গো নিশা।
কালা আমার কুলমান কালা গলার মালা।
দিবা গেল রাত্রি হইল কার সনে খেলিমু পাশা।।
ছাওয়াল শা ফকিরে কইন আমি কুল দিয়াছি যারে,
মাতা পিতা ভাই বন্ধু না করিমু কেউর আশা।।
সখি, আমার এ দুর্দশা, দারুণ প্রেমে হইল গো নিশা।
কালা আমার কুলমান কালা গলার মালা।
দিবা গেল রাত্রি হইল কার সনে খেলিমু পাশা।।
ছাওয়াল শা ফকিরে কইন আমি কুল দিয়াছি যারে,
মাতা পিতা ভাই বন্ধু না করিমু কেউর আশা।।