সখি পরবোধি সয়নতল আনি।
পির হিয় হরখি ধএল নিজ পানি।।
ছুঅইত বালি মলিন ভৈ গেলি।
বিধু কোর মলিন কুমুদিনি ভেলি।।
নহি নহি কহই নয়ন ঝর লোর।
সূতি রহলি রাহি সয়নক ওর।।
আলিঙ্গএ নীবিবন্ধ বিনু ভোরি।
কর কুচ পরস সেহ ভেল থোরি।।
আঁচর লেই বদন পর ঝাঁপ।
থির নহি হোঅই থর থর কাঁপ।।
ভনই বিদ্যাপতি ধৈরজ সার।
দিন দিন মদনকে হোয় অধিকার।।