সখীর সমাজে রাই আছিল বসিয়া।
হেনকালে রাধা বলি বাজিল বাঁশিয়া ।।
রাই কহে ললিতারে বলিয়ে তোমারে।
শুন দেখি কোন কুঞ্জে বাঁশি ডাকে মোরে।।
সুকুঞ্চিত কেশে রাই বান্ধয়ে কবরী।
কুন্তলে বকুলমালা গুঞ্জরে ভ্রমরী।।
হরি অভিসারে চলু বিনোদিনী রাধা।
নীলবসনে মুখ ঝাঁপিয়াছে আধা।।
চন্দনের বিন্দু বিন্দু মালা লৈয়া করে।
পদ আধ চলে বলে নাগর কত দূরে ।।
আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া।
বৃন্দাবনে প্রবেশিলা জয় জয় দিয়া।।
বৃন্দাবনে প্রবেশিয়া চারিপান চায়।
মাধবীলতার কুঞ্জে দেখে শ্যাম রায়।।
নূপুরের রুণুঝুণু পড়ি গেল সাড়া ।
নাগর উঠিয়া বলে রাই এলো পারা।।
অনুসরি রাই লৈয়া বসাইলা বামে।
পীতবাসে মুছই রাই মুখ ঘামে।।
শ্যাম সঙ্গে মিলল রসের মঞ্জরী।
জ্ঞানদাসে মাগে রাঙ্গা চরণ মাধুরী।।