সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই।
পদ আধ চলে আর পড়ে মুরছাই।।
চলিতে না পারে ধনি নিতম্বেরি ভরে।
সখীর নিকটে পুছে কুঞ্জ কত দূরে।।
ক্ষণহি সময়ে ধনি বৃন্দাবনে আইলা।
মাধবী তরুর তলে শ্যামেরে দেখিলা ।।
আইস আইস মোর বিনোদিনী রাধা ।
দরশনে দূরে গেল মনসিজ বাধা।।
তুমি মোর সরবস নয়নের তারা।
তোমাবিনে দশদিগ হেরি আন্ধিয়ারা।।
তুমি মোর জপতপ তুমি মোর ধ্যান।
তুমি মোর মন্ত্র তন্ত্র তুমি হরিনাম।।
তোমার লাগিয়া বৃন্দাবন করিলাম।
গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম।।
চৌরাশি ক্রোশ এহি বৃন্দাবনের সীমা।
যত কিছু লীলা খেলা তোমার মহিমা।।
জানে সব ব্রজজন জানে ব্রজাঙ্গনা ।
সবে জানে তব মন্দ্রে আমি উপাসনা।।
নিজ পীত বাসে শ্যাম চরণ ধুলি ঝাড়ে।
ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে।।
শ্যাম কোরে মিলল রসের মঞ্জরী ।
জ্ঞানদাস মাগে রাঙ্গা চরণ মাধুরী।।