সজনি অদভুত প্রেমক রীত।
তিরযক জঙ্গম ইহ নাহি জানত
কহতহিঁ কত বিপরীত।।
তুহুঁ অতি নিরমল অন্তর কোমল
পরম-হংস দয়াশীল।
হাম সব দুখিনী তাহে অবলা গণি
পিয়ক বিরহ হৃদি কীল।।
যো হরি গোপিগণ বিসরি রহল পুন
মথুরা নগরহিঁ ভোর।
এ সব আধি- পয়োধি-বর তো বিনু
কো জন অব করু ওর।।
যো কিছু বচন হৃদয়ে অবধারণ
করি অব করহ পয়ান।
রাধামোহন আগে যাই তুহুঁ
পুন করু তৈছন গান।।