সজনী অপদ ন মোহি পরবোধ।
তোড়ি জোড়িঅ জহাঁ গাঁঠ পড়এ তঁহা
তেজ তম পরম বিরোধ।।
সলিল সনেহ সহজ থিক সীতল
ই জানএ সবে কোঈ।
সে জদি তপত কএ জুতেন জুড়াইঅ
তইও বিরত রস হোঈ।।
গেল সহজ হে কি রিতি উপজাইঅ
কুলসসি নীলী রঙ্গ।
অনুভবি পুনু অনুভবএ অচেতন
পড়এ হুতাস পতঙ্গ।।