সব-অবতার-সার গোরা অবতার।
এমন করুণা কভু না দেখিয়ে আর।।
দীন হীন অধম পতিত জনে জনে।
যাচিয়া যাচিয়া পহু দিলা প্রেম-ধনে।।
এমন দয়ার নিধি যেবা না ভজিল।
আপনার হাতে তুলি গরল খাইল।।
যে জন বঞ্চিত হৈল হেন অবতারে।
কোটি কলপে তার নাহিক উধারে।।
মুঞি সে অধম হেন পহু না ভজিয়া।
কহে বলরাম এবে মরিলু পুড়িয়া।।