সব সখিগণ সঞে রাই সুধামুখি
কানুক ভোজন-শেষ।
ভুঞ্জয়ে কত পরমানন্দ কৌতুকে
গুণমঞ্জরি পরিবেশ।।
অপরুপ ভোজন-কেলি।
করিয়া আচমন নিভৃতে নিকেতন
চলু সব সহচরি মেলি।।
রতন-পালঙ্ক পর শূতল রাই কানু
প্রিয়-সখি তাম্বুল দেল।
খণ এক নিন্দে নিন্দায়লি দুহুঁ জন
বলরাম হরষিত ভেল।।