সহচরগণ সঙ্গে বিবিধ বিনোদ রঙ্গে
বিহরই সুরধুনী তীরে।
ক্ষেণে নাচে ক্ষেণে গায় প্রেমধারা বহি যায়
ক্ষেণে মালশাট মারি ফিরে।।
অপরূপ গোরাচাঁদের লীলা।
দেখি তরুগণ রঙ্গে প্রিয় গদাধর সঙ্গে
কৌতুকে করয়ে কত খেলা।। ধ্রু।
অঙ্গে পুলকের ঘটা কদম্ব কুসুম ছটা
সুদর্শন মুকুতার পাঁতি।
তাহে মন্দ মন্দ হাসি বরিখে অমিয়া শশী
সৌরভে ভ্রমর ধায় মাতি।।
সদা নিজ প্রেমে মত্ত গায় কৃষ্ণ লীলামৃত
মধুর ভকতগণ পাশ।
বিষয়ে হইলুঁ অন্ধ না ভজিলুঁ গৌরচন্দ্র
কহে দীন নরোত্তম দাস।।