সাম মোর বন্ধুআ নারে। ধু
পাখা এ চড়াইলু খির প্রাণি মোর নহে স্থির বিভোল দুগ্ধেতে দিলু পানি নারে।
জেখনে পিরীতি কৈলা রাত্রিদিনে আইলা গেলা কারবোলে তুহ্মি নিষ্ঠুর হৈলা।
জাহাতে মজিল মন কিবা হাড়ি কিবা ডোম জাউক জাতি রহুক পিরীতি।
মুই কেনে জবুনা আইলুং পাই নিধি হারাইলুং হারাইলুং মুঞি রসের নাগর।
সৈয়দ মর্তুজার বাণী সুন রাধে ঠাকুরাণি কাঞ্চাঘুমে তোরে কে দিল ভাঙ্গনি।।