সুখে ন সুতলি কুসুম সয়ন
নয়নে মুঞ্চসি বারি।
তহাঁ কী করব পুরুখ ভূসন
জহাঁ অসহনি নারি।।
রাহী হটে ন তোলিঅ নেহ
কাহ্ন সরীর দিনে দিনে দূবর
তোরাহু জীব সন্দেহ।।
পরক বচন হিত ন মানসি
বুঝসি ন সুরত তন্ত।
মনে তঞো জঞো মৌন করিঅ
চোরি আনএ কান্ত।।
কিছু কিছু পিয় আসা দিহহ
অতি ন করব কোপ।
আধকে জতনে বচন বোলব
সঙ্গম করব গোপ।।
নব অনুরাগে কিছু হোএবা
রহ দিন তিনি চারি।
প্রথম প্রেম ওর ধরি রাখএ
সেহে কলামতি নারি।।