সুরধুনীতীরে নব ভাণ্ডীর তলে।
বসিয়াছে গোরাচাঁদ নিজগণ মেলে।।
রজনী কৌমুদী আর হিম ঋতু তায়।
হিমসহ পবন বহয়ে মন্দ বায়।।
তাঁহি বৈঠয়ে পহুঁ ললিত শয়নে।
হেরই দশ দিশ চকিত নয়নে।।
আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে।
বাসকসজ্জার ভাব বাসু ঘোষ কহে।।
সুরধুনীতীরে নব ভাণ্ডীর তলে।
বসিয়াছে গোরাচাঁদ নিজগণ মেলে।।
রজনী কৌমুদী আর হিম ঋতু তায়।
হিমসহ পবন বহয়ে মন্দ বায়।।
তাঁহি বৈঠয়ে পহুঁ ললিত শয়নে।
হেরই দশ দিশ চকিত নয়নে।।
আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে।
বাসকসজ্জার ভাব বাসু ঘোষ কহে।।