সে কাহ্ন সে হাম সে পঁচবান।
পাছিল ছাড়ি রঙ্গ আবে আন।।
পাছিলাহু পেমক কি কহব সাধ।
আগিলাহু পেম দেখিঅ অবে আধ।।
বোলি বিসরলহ দঅ বিসবাস।
সে অনুরাগল হৃদয় উদাস।।
কবি বিদ্যাপতি ইহো রস ভান।
বিরল রসিক জন ঈ রস জান।।
সে কাহ্ন সে হাম সে পঁচবান।
পাছিল ছাড়ি রঙ্গ আবে আন।।
পাছিলাহু পেমক কি কহব সাধ।
আগিলাহু পেম দেখিঅ অবে আধ।।
বোলি বিসরলহ দঅ বিসবাস।
সে অনুরাগল হৃদয় উদাস।।
কবি বিদ্যাপতি ইহো রস ভান।
বিরল রসিক জন ঈ রস জান।।