সোলহ সহস গোপি মহ রাণি।
পাট মহাদেবি করবি হে আনি।।
কোলি পঠওলহ্নি জত অতিরেক।
উচিতহু ন রহল তহ্নিক বিবেক।।
সাজনি কী কহব কাহ্ন পরোখ।
বোলি ন করিঅ বড়াকাঁ দোখ।।
অব নিত মতি জদি হরলহ্নি মোরি।
জানলা চোরে করব কী চোরি।।
পুরবাপরে নাগরকাঁ বোল।
দূতি মতি পাওল গএ ওল।।