হরি হরি কবে নাকি হেন দশা হব।
ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে
আপনা বলিয়া আজ্ঞা দিব।।
বৃষভানু কিশোরী গোরী তার প্রিয় সহচরী
সেই যূথে হইব গণন।
নিকুঞ্জ কুটীর বনে মিলাইব দুইজনে
প্রেমানন্দে করিব সেবন।।
শ্রীমণিমঞ্জরী কবে সেবায় যুকতি দিবে
সময় বুঝিয়া অনুমানে।
লীলা পরিশ্রম জানি অগোর চন্দন আনি
লেপন করিব দুইজনে।।
মালা গাঁথি নানাফুলে পরাইব দুহাগলে
সদা করি চামর ব্যজনে ।
কনক সম্পুট করি কর্পুর তাম্বূল ভরি
যোগাইব দুহার বদনে।।
শ্রীচৈতন্য শচীসূত মোর প্রভু লোকনাথ
যদি দাস করে রাঙ্গা পায়।
শ্রীআচার্য্য শ্রীনিবাস রামচন্দ্র তার দাস
নরোত্তম সঙ্গে সেবা চায়।।