হরি হরি কি মোর করম অভাগি।
বিফলে জনম গেল হৃদএ রহল শেল
না ভেল হরি অনুরাগী।।
যজ্ঞ দান তীর্থ স্থানে পূণ্য ধর্ম কর্ম জ্ঞানে
অকারণে সব ভেল মোহে।
বুঝিনু মোর মনে হেন উপহাস নহে যেন
বসনহীন অভরণ দেহে।।
সাধুমুখে কথামৃত শুনিঞা বিমল চিত
না ভেল অপরাধ কারণে।
সতত অসৎ সঙ্গ সকল হইল ভঙ্গ
কি করিব আইল শমনে।।
শ্রুতি স্মৃতি সদা রবে শুনিয়াছি এই সবে
হরিপদ অভয় শরণ।
জনম লভিঞা সুখে রাধাকৃষ্ণ বল মুখে
চিতে কর উ রূপ ভাবন।।
রাধাকৃষ্ণ পদ ছায় তনু মন রহু তায়
আর দূরে যাউ দুর্বাসনা।
নরোত্তম দাসে কয় আর মোর নাহি ভয়
তনু মন সঁপিনু আপনা।।