হাঁ হাঁ নিরলজ পরবঞ্চক শঠ
রাই নিয়ড়ে মতি যাহ।
বেরি বেরি তোহে নিষেধ হম করতহি
কাহে উদ্‌বেগ বাঢ়াহ।।
তোহে কহু করি নিজ দীব।
তোহে হেরি সুন্দরী মোহে পাঠাওলি
আওয়ে জনি হামারি সমীপ।।
ইথে যদি যাওবি কলহ বাঢ়ায়বি
বৈরী হসায়বি প্রাতে।
থেহ নাহি পাওবি রোই রোই আওবি
কর অবলম্বন মাথে।।
এতহু বচন কহি ফিরি দূতী চলতহি
কানু চলত তছু সাথ।
কহে শশিশেখর লাজ নাহি যাকর
তাকর সঞে কিয়ে বাত।।