হাওয়ার বাঁশী দিবা নিশিরে বাঁশী বাজে গোপনে
বাঁশীর হিসাব জানে যেই জনে সেই জনে চিনে।
বাঁশীর হিসাব যেজন জানে, সে থাকে গহিন কাননে, আপন সন্ধানে,
ওহে তারে কি আর অন্যে চিনে, রসিক বিনে।
যে করেছে বাঁশীর দিশা, তার কি আছে অন্য নিশা শান্তিপুর বাসা
ওহে সদায় সে ধেয়ানে বৈসা, লাহরের ঢেউ গনে।
সাদা বাঁশী কাল বাঁশী, বাজিতেছে দিবানিশি হাওয়াতে মিশি
ওহে গ্রহতারা রবিশশী, ঘুরে বাঁশীর টানে।
মধুর বাঁশী ঘরে বসি, বাজাওরে মন সঙ্গে মিশি হৈয়া উদাসী
ওহে বাজাওরে নিরলে বসি, অন্যে যে না জানে।
আবদুল বারী ভেবে সারা, কি সন্ধানে বাঁশীর ধারা যাবে গো ধরা
ওহে অভয় চরণ হিসাব ছাড়া, কি করি এখনে।