অবোধ কুমতি দূতি না শুনল বাণী।
করিবর কোরে নলিনী দিল আনি।।
হাম নলিনী উহ কুলিসক সার।
নলিনী সহব কৈছে গিরিবর ভার।।
কহ সখি কানুক পরিহার মোর।
অলপে অলপে সাধ পূরবহু তোর।।
নব নব বৈঠল মদন বাজার।
পরসহি লুটকি পরধন আর।।
হয় যদি নাগরী নাগর বিলাস।
পহিলে সহন করি দেই আশোয়াস।।
ভনয়ে বিদ্যাপতি শুন বর কান।
ভুখিত জন কিয়ে দুই করে খান।।