আজু নাথ এক ব্রত মহা সুখ লাগত হে।
তোহেঁ সিব ধরু নট বেস ডমরু বজাবহু হে।।
তোহেঁ গৌরী কহৈছহ নাচয় হম কোনা নাচব হে।
চারি সোচ মোরা হোয় কৌনে বিধি বাঁচত হে।।
অমিয় চুবিয় ভূমি খসত বঘম্বর জাগত হে।
হোএত বঘম্বর বাঘ বসহা কেঁ খাএত হে।।
সির সৌঁ সসরত সাঁপ দহোদিসি জাএত হে।
কার্তিক পোসল ময়ূর সেহো ধরি খায়ত হে।।
জটা সৌঁ ছিলকাত গঙ্গ ভূমিপর পাটত হে ।
হৈত সহস্র মুখ ধার সমটিও নে জাএত হে।।
রণ্ড মাল টুটি খসত মসানী জাগত হে।
তোহে গৌরি জয়বহ পড়ায় নাচকে দেখত হে।।
ভনহিঁ বিদ্যাপতি গাওল গাবি সুনাওল হে।
রাখল গৌরী কের মান চারু বচাওল হে।।