আজু রসে বাদর নিশি।
প্রেমে ভাসল সব বৃন্দাবনবাসী।।
শ্যামঘন বরিখয়ে কত রস-ধার।
কোরে রঙ্গিণি রাধা বিজুরি সঞ্চার।।
ভাবে পিছল পথ গমন সুবঙ্ক।
মৃগমদচন্দনপরিমল পঙ্ক।।
দীগ বিদিগ নাহি প্রেমের পাথার।
ডুবল নরোত্তম না জানে সাতাঁর।।