আজ বাঁশির স্বরে রে সাম আজ বাঁশির স্বরে।।
কলঙ্কিনী মন উদাসী করিলায় আমারে রে। ধু
কানাইর বাঁশিয়ে রাধা খুশি রইলে রাধার ঘরে,
নিশাকালে কদমতলে বাজে মধু স্বরে
কানু রাধা নয়নে জুদা থাকইন এক বাসরে,
বাঁশি লইয়া টানাটানি নিকুঞ্জ মন্দিরে।
জলের ছলে রাধা গেলে যমুনার কিনারে,
কানাই তার সঙ্গের সাথী ঝাকাঝুরি করে।
পাগল আরকুমে বলে যৈবন গেলে কে যাইব কার ধারে,
তে কেনে আজ রাধা কানু এত বিবাদ করে।