আনন্দে নাচত সঙ্গে ভকত
গৌর কিশোর-রাজ।
ফাগু উঝলি করে ফেলাফেলি
নীলাচল-পুরী মাঝ।।
শুনিয়া নাগরী প্রেমেতে আগরি
ধাইয়া চলিল বাটে।
হেরিযা গৌরে পড়িয়া ফাঁফরে
দূরে থাকি দেখে নাটে।।
দুবাহু তুলিয়া বেড়ায় নাচিয়া
ভকত-গণের সঙ্গ।
নীলাচল-বাসী মনে অভিলাষী
কৌতুকে দেখয়ে রঙ্গ।।
বাজে করতাল বোলে ভালি ভাল
আর বাজে তাহে খোল।
মাধবি দাস মনেতে উল্লাস
সদা বলে হরি বোল।।