আমি দিমু তোমার চরণে চন্দন, শ্যাম বন্ধুয়া হো।
আমি দিমু তোমার চরণে চন্দন। ধু
তোমার পিরিতে মরি দেশে দেশে ঘুরিয়া ফিরি হো।
আমি কি সন্ধানে পাইমু দরশন, শ্যাম বন্ধুয়া হো।
কৃপাগুণে দেখা দেও, দাসী করি সঙ্গে নেও হো।
আমি না দেখিলে বাচে না জীবন, শ্যাম বন্ধুয়া হো।
আমি মরি তোমার আশে লোকে মোরে মন্দ বাসে হো।
আমি কলঙ্কিনী তুই বন্ধের কারণ, শ্যাম বন্ধুয়া হো।
জালাইয়া এস্কের বাত্তি, ইস্তেজারী সারা রাত্রি হো।
আমি খসাইয়া অঙ্গের বসন, শ্যাম বন্ধুয়া হো।
ছাবাল আকবর আলী বলে কি কলে পরিচয় মিলে।
আমি কি রূপে পাইমু দরশন, শ্যাম বন্ধুয়া হো।