আরে মোর আরে মোর গৌরাঙ্গ-বিধু।
পুরব-প্রেম-রস কহই মধু।।
ভাব-ভরে গদগদ আধ আধ বাণী।
অমিয়ার সার যেন পড়ে খানি খানি।।
পুলকে পূরল তনু পিরীতি রসে।
ঝাঁপয়ে বসন বিবশে পুন খসে।।
আনন্দ-জলে ডুবে নয়ান-রাতা।
রাধামোহন দাসের শরণ-দাতা।।