উদয় করয়ে মেঘ গরজে গভীর।
ডাকয়ে মউর পাখি হিয়া হয় চির।।
মদন সমুখে ধর ফুলশর বাণ।
দুঃখে জরিজরি যাউ এ পাপ পরাণ।।
আও রে বসন্ত ঋতু কর আগুসার।
কোকিল ভোমরা কুঞ্জে কর রে ঝঙ্কার।।
ফুট রে সকল কুঞ্জ-কুসুম সুগন্ধ।।
মলয় সমীর বায়ু বহ মন্দ মন্দ ।।
আও রে সকল গোপী বেড় চারিভিতে।
গাও রে শ্যামের গুণ মোর কর হিতে।।
এতহু ভসম হয় পিরিতি অনলে।
মরিলে গুণের পিয়া পুন যেন মিলে।।
গোবিন্দাদাস কহে দশমী পরবেশ।
পিরিতি অনলে তব তনু রহু শেষ।।