উপেখল রাই জানি বর নাগর
মনদুখে করল পয়ান।
ছিয়ে ছিয়ে নিলজ পরাণ নহি রাখব
মনহি কয়ল অনুমান।।
হেনই সময়ে সব সহচরি-মণ্ডলি
ধাই আয়ল তছু পাশ।
রহ রহ কাহে বিমুখ ভই যায়ব
হম সব পুরায়ব আশ।।
শুন শুন ব্রজ-যুবরাজ।
তুহুঁ লম্পটপন কবহুঁ ন ছোড়বি
দগধবে রমনি-সমাজ।।
তুহারি চরণ ধরি সাধলুঁ কত বেরি
বৈরিক সঙ্গ তুহুঁ ছোড়।
চন্দ্রাবলি-মুখ-সুধা পায় মাতলি
বচন না শূনলি মোর।।
উৎকট শপথি করহ সখি-মণ্ডলি
পুন হেন না করবি আর।
রাই হমারি তুহে অনুকূল হোয়ব
এথির বচন কহি সার।।
পুন যাই পদ-তল ধরি কত সাধহ
হম সব কহব বুঝাই।
তৈখনে দন্দক বন্ধ সব মীটব
গোবিন্দদাস রস গাই।।