এইরূপে নব নাগর রসিক
করিতে রসের লীলা।
গুপত পীরিতি করিতে আরতি
রচিল নাগর কালা।।
নানা বৃক্ষগণ করে সুশোভন
বিকসি কুসুম তারা।
ফুলকুল তারা তরুকুলে যত
মকরন্দ ঝরে সারা।।
ময়ূর ময়ূরী চাতক চাতকী
হংসিনী হংস যে জোড়ে।
বেড়িয়া রতন- মন্দির সুন্দর
কলরব বড় রাজে।।
ভ্রমরা ভ্রমরী কুসুমে গুঞ্জরি
সুধাপানে ভেল তোরা।
যমুনার যত জলচর কত
জোড়ে জোড়ে ফিরে তারা।।
কমল-নলিনী বিকসিত যত
তাপরে ভ্রমরা গান।
শুনিতে মধুর ঝঙ্কার শবদ
কি দেখি সুন্দর তান।।
নানা জন্তু ফিরে উপবন-ধারে
আরোপি চামরু যত।
হরিণী হরিণ দেখিতে শোভন
বানর বানরী কত।।
দেখিতে দেখিতে ও নব-নাগরী
মোহিত হইলা চিতে।
চণ্ডীদাস কহে কি শোভা আনন্দে
দু আঁখি মজিল তাতে।।