এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না।
শুইনে কথা সবে বলে, ও গউর দেখেছি কেও বলে না।।
যেমন গাভীর মাথায় গরল থাকে গাভী তার মর্ম জানে না।
এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না।।
যে দেখেছে বর্তমানে, অনুমান সে মানবে কেনে ?
তাই লালন ‘শা’ দরবেশ বলে,
দিন থাকিতে মুর্শিদ ধরে কর সাধনা।।