একে তুহুঁ নাগরি সব গুণে আগরি
বৈঠসি চতুরি-সমাজ।
আপনক বাত আপনাহি সমুঝসি
হঠে নঠ কৈলি সব কাজ।।
মানিনি নাহক কি করসি রোখ।
নিকটে আনি বাত দুই পূছিয়ে
বুঝিয়ে গুণ কিয়ে দোখ।।
অপরাধ জানি গারি দশ দেয়বি
পিরিতি ভাঙ্গবি কাহে লাগি।
পীরিতি ভাঙ্গিতে যো উপদেশল
তাকর মুখে দেই আগি।।
যো তুয়া চরণ পরশি মহি লুঠল
নিজ গৌরব করি দূর।
অব কাহে তাক চরিত কহি ঝূরসি
গোবিন্দদাস কহ ফুর।।