এক সায়র তাহার উপর
অমিয়াসিন্ধু-ঘটা ।
সিন্ধু পাশে পাশে তাহার নিকটে
আয়লি রসের ছটা।।
প্রেমের কাছেতে মোহের বসতি
মোহের সম্মুখে লেহা।
লেহার উপরে এক মেওা আছে
তাতে এক আছে গেহা।।
সেই সে গেহার এ নয় দুয়ার
তাতে হংস আছে জোড়ে
লেই মেওা ফল সায়রে গলিয়া
কণিক কণিক পড়ে।।
তার কণা আশে ডুবি সেই হংসে
চুনি চুনি খায় কণা।
সেই সে কণার শতগুণ লাগি
বিরিঞ্চি বাসনাপনা।।
তিন গুণে সেই মেওার বসতি
সে গুণ যে জন ভজে।
সেই গুণে থাকে মেওার উপরে
যে রসে যে জন মজে।।
রসতত্ত্বখানি তত্ত্বের লাগিয়া
ভজিতে রাধার লেহা।
গোকুলে জনম তথির কারণ
ধরিয়া কালিয়া-দেহা।।
চণ্ডীদাস কহে — এ রস-মাধুরি
ছানিলে রসের সিন্ধু।
শুনি দেব জত দাণ্ডাইয়া শত
মোরা না পাইয়ে বিন্দু।।