এ সখি কি কহব করম হামার।
ঝাঁ ঝাঁ ঝনকে ঝনকে উঠে রজনী
দূর দেশে রহল গোয়ার।।
দুর দুর দারুক গগনে গরজে গুরু
গম্ভীর ঘোর আন্ধিয়ার।
ঝর ঝর ঝাঝরু ঝরকে ঝরকে ঝরু
জলধর চমকে বারবার।।
ভেক টেবাওই ডাকই চমকই
চমকই বিরহিণী-অঙ্গ।
শিখি সহিতে শিখিনি উনমত নাচত
ডাকত ডাহুক ঢঙ্গ।।
ঘন ঘন ঝন ঝন বজর নিপাতিত
বধিত হি পথিক-পরাণ।
গোবিন্দদাস কহে শুন বর যুবতি
অব তোহে মিলব কান।।