ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ।
বিষয় কে দিল পথে ঠেকেছ রাধার হাতে
অলপে সে না আসিবে কাজ।।
দ্বিভুজে মুরলী ধর বাঁশীতে সন্ধান পূর
বুকে হান মনমথ বাণ।
রমণী মণ্ডলী করি আভরণ লব কাড়ি
ভাল মতে সাধাইব দান।।
কুবোল বলহ যদি মাথায় ঢালিব দধি
বসিতে না দিব তরুতলে।
কাড়ি লব পীতধড়া আউলায়ে ফেলিব চূড়া
বাঁশীটি ভাসায়ে দিব জলে।।
শকট পড়িল পায় ভাঙ্গিলা পায়ের ঘায়
পুতনা বধেছ শিশুকালে।
বৎসাসুরে বধে যে তাহারে পরশে কে
তাহা মোরা জানি ভালে ভালে।।
একুই নগরে ঘর দেখা শুনা আট পর
বুঝাইব আঁখি ঠারাঠারি।
বলরাম দাসে কয় এ কথা অন্যথা হয়
তবে জেন আয়ানের নারি।।