ও শ্যাম কালিয়ার পিরিতে, পাগল কৈল গো আমারে।
একবার আনি প্রাণ সজনি, দেখাও গো তারে। ধু
সুনার বরণ রূপ খানি, উড়াইল যুবতীর প্রাণী গো।
ও শ্যামের রূপ দেখাইয়া প্রাণ উড়াইয়া রৈল গো কার ঘরে।
কি যাদু করিল মরে আমি বঞ্চিতে না পারি ঘরে।
ওরে শ্যাম কলঙ্কে কলঙ্কিনী কৈল গো আমারে।
ছাবাল আকবর আলী বলে পিরিতেনি কালা মিলে।
ওরে জিতে না পুরিল আশা মইলে নি গো আর পুরে।