ও সই, করি হাউসে পিরীতি, শরীরে না সয় রে দুর্গতি। ধু
না বুঝি কালার সনে করিলাম পিরীতি। রাত্রি দিনে চিন্তা মনে হৈব আমার কোন গতি ?
সন্ধ্যাকালে শুতিলে হয় রাতের নিশি। শয়নে না ধরে নিদ্রা মোহন বাঁশী ফুকে নিতি।।
নিশি দিশি কালা চান্দে বাজাএ মোহন বাঁশী। নাম ধরিয়া ডাকে বাঁশী ‘আইস রাধে শ্রীমতী’।।
শ্রীকমরালী কহে, শুন রসিক যুবতী। সঙ্গে মিলি কর কেলি, সুখে জনম যাউক বিতি।।