কদম্ব তরুর ডাল ভূমে নামিয়াছে ভাল
ফুটিয়াছে ফুল সারি সারি।
পরিমলে ভরল দসকল বৃন্দাবন
কেলি করে ভ্রমরা ভ্রমরী।।
রাইকানু বিলসই রঙ্গে।
কিবা রূপ লাবণি বৈদ্গধি ধনি ধনি
মণিময় অভরণ অঙ্গে।। ধ্রু।
”রাইর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর
মধুর মধুর চলি যায়।
আগে পাছে সখীগণ করে ফুল বরিষণ
কোন সখী চামর ঢূলায়।।
পরাগে ধূসর স্থল চন্দ্রকরে সুশীতল
মণিময় বেদীর উপরে।
রাইকানু কর জোড়ি নৃত্য করে ফিরি ফিরি
পরশে পুলকে তনু ভরে।।
মৃগমদ চন্দন করে করি সখীগণ
বরিখয়ে ফুল গন্ধরাজে।
শ্রমজল বিন্দু বিন্দু শোভা করে মুখ ইন্দু
অধরে মূরলী নাহি বাজে।।
হাস বিলাস রস- কলা মধুর ভাষ
নরোত্তম মনোরথ ভরু।
দুহুক বিচিত্র বেশ কুসুমে রচিত কেশ
লোচনে মোহন লীলা ধরু।।