কমল-কুবলয় কুমুদ-কিসলয়
কতহুঁ শেজ রি লাগি।
কতহু বিধি করি করু কুসুম-তর
কুসুমে জারল আগি।।
কি কহু কামিনি কঠিন বেদন
কোন কহইতে পার।
কুলিশ তুয় নেহ কতকি তনু দহ
কানু কি জীবই আর।।
কত হি যুবতী কান্দ উনমতি
কোরে হরি করি নেল।
কেশ ন বান্ধই কাতর বিলপই
লোরে করদম কেল।।
কোই করে ধরি কোই মুখ হেরি
কোই করু অশোয়াসে।
কাঁপ থরহরি নয়ন মুদি হরি
কি কহু বলরাম দাসে।।