করযোড়ি মন্ত্র পড়ি রাই ফেলে পাটী।
পড়িল সরস দান চালাইলা গুটি।।
সাটোপ করিয়া দান ফেলিল নাগর।
পড়িল নীরস দান পহিলে ফাঁপর।।
রাই উঠাইয়া পাটী ফেলে আরবার।
জিনিলুঁ জিনিলুঁ বলি বলে বার বার।।
রুষিয়া ফেলিল পাটী রসিক সুজান।
যে দান ফেলিতে চাহে না পড়ে সে দান।।
সুপাট না পড়ে পাটী না চালয়ে সারি।
বিশাখা হাসিয়া কহে নাগরের হারি।।
কলরব ছল করি পাটী লৈয়া করে।
হঠে শঠ ফেলে দান জিনিবার তরে।।
তবহুঁ পড়ল দান কুপট্ট তাহার।
ধনী কহে আছে ধর্ম্ম করিতে বিচার।।
হাসিয়া নাগর কহে খেল আরবার।
ধনী কহে মুখে লাজ নাহিক তোমার।।
কুন্দলতা কহে ধনী কর অবধান।
ভৃঙ্গীর অধর রস কানু করু পান।।
ললিতা বিশাখা কহে শুন কুন্দলতা।
প্রিয়জনে এত কেন করহ বিতথা।।
খেলিলা বিনোদ খেলা সঙ্গে সখীগণ।
শেখর লইয়া যায় বিলাস ভবন।।