কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন
হরি নামে হইল বিমুখ।
সংসার অসার রস হইয়া তাহার বশ
না ঘুচিল ভবভয়দুখ।।
যুগে যুগে অবতরি ধর্ম্ম সংস্থাপক হরি
কলিযুগে গোরা অবতার।
জীবিরে করিয়া দয়া হরি নাম লওয়াইয়া
ভব ভয় দুঃখ কৈলা পার।।
নাহি শুদ্ধি কালাকাল পাত্রাপাত্র সুবিচার
সর্ব্ব বর্ণে সমান করুণা।
পরশ পরশ মাত্র লৌহ আদি তাম্র পাত্র
যেমন সকল হয় সোনা।।
কে বুঝে তাঁহার মর্ম্ম পালিতে আপন ধর্ম্ম
আশ্রমে হইলা দণ্ডধারী।
গৌরাঙ্গ দাসের দাস মনে এহি অভিলাষ
হরেকৃষ্ণ বড় সাধ করি।।