করে তুলি ফেলি বারি ডুবিল ডুবিল তরী
কেরোয়াল খসি পৈল জলে।
পবনে পাতিল ঝড় তরঙ্গ হইল বড়
বুঝি আজ কি আছে কপালে।
এ কূল এ কূল ভুল দুই কুল নিরাকুল
তরঙ্গে তরণী স্থির নয়।
কি আর করিব বল উথলে যমুনা জল
কাণ্ডার করেতে নাহি রয়।।
এতদিন নাহি জানি লোকমুখে নাহি শুনি
যুবতিযৌবন এত ভারি।
নিজ অঙ্গবাস ছাড় যৌবন পাতল কর
তবেত বাহিয়া যাইতে পারি।।
খাওয়াইয়া খীর সরে কি গুণ করিলা মোরে
আঁখি আর পালটিতে নারি।
আঁখি রৈল মুখ চাই জল না দেখিতে পাই
তোমরা হইলে প্রাণের অরি।।
কেমতে বাহিয়া যাব কিনারা কেমনে পাব
ভাবিয়া গণিয়া পাছে মরি।
জ্ঞানদাসেতে কয় হইল বিষম ভয়
মধ্য তরঙ্গে ডুবে তরী।।