কলধৌতবরণ যে সুবল গোপাল।
কমল জিনিয়া অতি নয়ন বিশাল।।
কনকবরণ ধটী কটির শোভন।
ক্ষুদ্রঘণ্টিসারি তাহে বাজে রনঝন।।
চাঁচর চিকুর চূড়া টালনি কপালে।
বেড়িয়া ঝাপনি তাহে নব গুঞ্জামালে।।
সর্বাঙ্গ ভূষিয়া শোভে নানা অলঙ্কার।
মত্ত করিবর জিনি গমন সঞ্চার।।
উরপর দোলে লোল তুলসীর দাম।
ভূবনমোহন রূপ অতি অনুপাম।।
করেতে মুরলী ধরে কনকরচিত।
দেখিতে দেখিতে আঁখি আনন্দে পূর্ণিত।।