কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য
নবদ্বীপে করিলা বিহার।
গোলক গোকুল ধাম ধন্য নবদ্বীপ গ্রাম
যাহে পূর্ণ পূর্ণ অবতার।।
স্বয়ং কৃষ্ণ ভগবান নিত্যানন্দ বলরাম
অদ্বৈত আচায্য সদাশিব।
পণ্ডিত শ্রীগদাধর প্রভুশক্তিগণ বর
উদ্ধারিতে কলি ঘোর জীব।।
শচীমাতা অগ্রগণ্যা যশোদা রোহিণী ধন্যা
ধন্য ধন্য মিশ্র জগন্নাথ।
জন্মিয়া যাহার ঘরে সন্ন্যাসী হইয়া ফিরে
কৃষ্ণ চন্দ্র আপনি সাক্ষাৎ।।
করিয়া পরম দয়া পারিষদগণ লইয়া
হরি নামে জীব তরাইল।
যতেক পতিত ছিল সকলে উদ্ধার হৈল
হরেকৃষ্ণ পড়িয়া রহিল।।