কহে তবে নন্দ পুনঃ পুনঃ বানি–
” কুলপুরহিত তুমি।
কিবা নিবেদিব তোমার চরনে
কি আর বলিব আমি।।
সকল গোচর আছে তুয়া পাসে
কংসের জতেক রিত।
ভয় পায়্যা চিতে নন্দের গৃহেতে
রাখি লঞা সেই ভিত।।
তাথে নাহি ক্ষেমা পাঠাএ অসুর
নষ্ট করিবার তরে।
নানা সে বিপাক করাএ সংসয়
এই সে গোকুলপুরে।।”
নন্দেরে কহিল গর্গমুনি জত
সব বিবরন কথা।
নন্দঘোস তবে চলিলা ভবনে
জসদারে কহে তথা।।
বসুদেব গেলা আপন মন্দিরে
কহেন দৈবকি লগে।
* * * * *
“গিয়াছিলু আমি গর্গমুনি -পাসে
রাখিতে করন-নাম।
গোকুলে গমন করিলা এখন
কহি সব পরিনাম।।”
বিধির বিধান করি আয়োজন
জজ্ঞের সামগ্রি জত।
ঘৃত কাষ্ট আদি যেবা আছে বিধি
করি * * বিধি মত।।
নারিকল রম্ভা তাম্বুল মিষ্টান্ন
করিলা বসন ভাঁতি ।
রজত কাঞ্চন জতেক ভূসন
করি * * কল রিতি।।
তৈল হলদিক বিবিধ মোদক
মধুপর্ক আদি করি।
কুসাসন কুস আনিল হরিস
না * * * ভার ভালি।।
এ সব আনিঞা রাখি নন্দঘোষ
পরিতোস বড় মনে।
“এ নামকরন রাখিব জতন”–
* * * স ইহা ভনে।।