কাঞ্চন-কমল নিন্দি মুখ সুন্দর
কাহে পুন ঝামর ভেলি।
করতলে সতত করই অবলম্বন
ছোড়ল কৌতুক কেলি।।
হরি হরি না বুঝিয়ে গৌরাঙ্গ বিলাস।
অভিনব ভাব বে- কত কিয়ে করতহিঁ
কিয়ে ইহ সহজ প্রকাশ।।
কহতহিঁ গদগদ কৈছনে বিছুরব
ভেল মঝু শ্যামর দায়।
ইহ দুখ হাম কহিয়ে না পারিয়ে
হৃদি সঞে কৈছে বাহিরায়।।
খেনে করু খেদ খেনে খেনে নিরবেদ
অসূয়াদি কতহুঁ সঞ্চারি।
রাধামোহন পাপি কছু নাহি বুঝল
ও রূপ জগমনোহারী।।