কাঞ্চন বরন দেহের গঠন
তাহারে করিলাম কালা।
সে পরপুরুস লাগি করি আষ
হইয়া কুলবতি বালা।।
পিরিতি করিআ মরিএ মরিআ
আনলে বেরিল মরে।
মন জে পামর ভাবে নিরান্তর
সে কানু নাগিআ ঝোরে।।
কে আছে এমন করে নিবারন
আনিয়া মিলাবে মোরে।
* * * * * *
* * * * ।।।
চণ্ডিদাষে কহে মনের আনন্দে
সোনগো অদ্ভুত কথা।
সে বন্ধু নাগর তোমা ছারা নহে
অন্তরে না ভাবিও বেথা।।