কানুর বচন শুনি গোপীগণ
কহিতে লাগিল তায়।
“কে জানে কিসের দানের বিচার
মোর মনে নাহি ভায়।।
এই পথে মোরা করি আনাগোনা
কে জানে দানের কথা।
আচম্বিতে শুনি দানের বিচার
কেবা কড়ি দিবে হেথা।।
রাজকর মোরা, — গোকুলে দিয়াছে
মো সবার পতি জনা।
কখন এ পথে তরুণী যাইতে
কেহ নাহি করে মানা।।”
দানী কহে বাণী– “শুন বিনোদিনী
কে তোমা রাখিতে পারে।
আজু সে লইব পশরা লুটিয়া
দেখি কংস কিবা করে”।।
চণ্ডীদাসে কহে — “শুন ধনী রাধে,
সুখে কর কিনি বিকি।
সরল বচন অমিয়া-রচন
বিকি কর সুধামুখি।।