কি আচানক মধুর সুরে শ্যামের বাঁশী বাজিতে আছে। ধু
বাঁশীর সুরে হৃদ মাঝারে সদায় বারা-বান্‌তে আছে।।
বাজাইয়া মোহন বাঁশী কইল আমার মন উদাসী।
ক্ষণে বাজায় আশে পাশে,ক্ষণে বাজায় দেশ বিদেশে।।
অন্তরে পিরিতের আগুণ সদায় যে জ্বলিতে আছে।
শ্যাম-কালার পিরিতের কারণ যাব রে পাগলের বেশে।
পাগল মস্তানের বেশে, ঘুইরা বেড়াই দেশ বিদেশে।
আজ আমারই কর্মদোষে ধানে চাউলে মিশিয়া গেছে।।
আকবর আলীর মন উদাসী, ফুল বাগানে বাজায় বাঁশী।
শ্যাম-কালার পিরিতের কারণ বাগানের ফুল ঝরিয়া গেছে ।।