“কালা হৈল ঘর আন হৈল পর
কালা সে করিল সারা।
কালার ধেয়ান আন নাহি মন
কালিয়া আঁখির তারা।।
পরাণ অধিক হিয়ার মানস
কালিয়া স্বপন দেখি।
গমনে কালিয়া জপেতে কালিয়া
নয়নে কালিয়া দেখি।।
গগনে চাহিতে সেখানে কালিয়া
ভোজনে কলিয়া কানু।
ভ্রূদ্বয় মুদিলে সেখানে কালিয়া
কালিয়া হইল তনু।।
শুন হে সজনি, কহিতে আগুনি
উঠয়ে কালার জ্বালা।
সে জন বিমুখ বিরাগ বচনে
পরাণ হইল সারা।।
তা সনে কিসের আরতি পীরিতি
সুচারু রসের লেহা।।
যাহার কারণে সব তেয়াগিনু
পরিহরি নিজ গেহা।।
কুজন সজন তার কিবা হয়
গরল অমিয়া নয়।
কুটিল হৃদয় সরল না হয় ।।
কাজেতে বুঝিলে হয়।।”
কহে চণ্ডীদাসে এই অভিলাষে
আশ পাশ তুয়া কাছে।
তুমি সে তাহার সে জন তোমার
কোথা বা খুঁজিলে আছে।।