কালিন্দীর কূলে নাগররাজ
দেখি কুল শীলে পড়িল বাজ
নয়ন সন্ধানে ভাঙ্গিল লাজ
হৃদয়ে রহল ধন্দ রে।
মদনমোহন চূড়ার ছান্দ
কুলবতিচিত বান্ধিতে ফান্দ
তাহার উপরে ময়ূর চান্দ
পবনে উড়িছে মন্দ রে।।
কপালে চন্দন শরদ-শশী
সুরঙ্গ অধরে মধুর হাসি
রাধা রাধা বলি বাজায় বাঁশী
উগারে অমিয়াপুঞ্জ রে।
নবীন পল্লব শিরীষ ফুলে
শেজ বিছাইঞা কদম্বমূলে
চৌদিগে ঘেরিঞা মাধবী দলে
তাহি করল কুঞ্জ রে।।
দেখি মোর মুখ আনন্দভরে
পড়িল মুরলী ধরণীতলে
বিকচ কমল চুম্বন করে
পুলকে পুরিত অঙ্গ রে।
দেখিঞা যে ধনী ধৈরজ ধরে
কুলবতী সতী বলিএ তারে
আমার পরাণ না রহে ঘরে
মাগএ শ্যামের সঙ্গ রে।।
অবহুঁ যে ধনী বিলম্ব করে
গোবিন্দের পদ দোহাই তারে
ত্বরিতে লইঞা চলহ মোরে
রসিক নাগর পাশে রে।
নিরখি বদন শরদ চান্দ
নয়ন পাওব জনম আঁধ
পূরব সকল মনের সাধ
কহে দীনবন্ধু দাসে রে।।