কালিয়া বরণ হিরণ পিন্ধন
যখন পড়য়ে মনে।
মূরছি পড়িয়া কান্দয়ে ধরিয়া
সব সখী জনে জনে।।
কেহ কেহ মাই ওঝারে ঝাড়াই
রাইয়েরে পাইয়াছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে কহিলে না টুটে
সে যে বৃষভানুসুতা।।
রক্ষামন্ত্র পড়ে নিজ চুলে ঝাড়ে
কেহ বা কহয়ে ছলে।
আনি দিব তোহে নিচয়ে কহিয়ে
কালার গলার ফুলে।।
কহে চণ্ডীদাসে আন উপদেশে
কুলের বৈরী যে কালা।
দেখাও যতনে পাইবে চেতনে
ঘুচিবে অঙ্গের জ্বালা।।